নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে দুইটি মুদী দোকানের জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২২-০৮-০৪ ১৪:২৯:৩৯

image

নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের দুইটি মুদী দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
   পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর নেতৃত্বে গতকাল ৪ঠা আগস্ট দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে ২টি মুদী দোকানকে ২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ১২ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ, সহকারী পরিচালক মিতা রাণী দাস ও পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com