বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময় সভা

তনু সিকদার সবুজ || ২০২২-০৮-০৪ ১৪:৪০:৪৪

image

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ৪ঠা আগস্ট সন্ধ্যায় জেলার বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ।
  তিনি উপজেলা প্রেসক্লাবে এসে পৌছালে সাংবাদিকরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন।
  মতবিনিময় সভায় রাজবাড়ী রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, সাংবাদিকেরা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, জাতির দর্পন। সাংবাদিকদের মুক্তভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমে সমাজের সমস্যা তুলে ধরতে হবে যাতে ওই বিষয়গুলো নিয়ে কাজ করা যায়। কাজ করার ক্ষেত্রে ভুল ত্রুটি হয়েই থাকে তবে সেগুলো তুলে ধরলে ত্রুটি নিশ্চয় সংশোধন করা যায়। 
  তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার গণমাধ্যম বান্ধব সরকার। এই সরকারের সময়ে বহু মিডিয়ার আত্মপ্রকাশ ঘটেছে। আপনারা সরকারের কোন অন্যায় দুর্নীতি থাকলে সেটা নির্ভয়ে লিখবেন। সেই সাথে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন।
  মতবিনিময় সভায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলীউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া,  সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তবা রিজু, কোষাধক্ষ্য গোলাম মোস্তফা ও সদস্য অনিক সিকদারসহ অনান্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com