রাজবাড়ীর বরাটে বন্যার্তদের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-০৭ ১৪:৩৬:১০

image

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের বানভাসী ২শত পরিবারের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। 
  গতকাল ৭ই আগস্ট সকালে বরাটের আকিরন নেছা মাদ্রাসায় আশ্রয় নেয়া ৭০টি এবং বেড়ী বাঁধে আশ্রয় নেয়া ৫০টি পরিবারসহ পদ্মা পাড়ের দুস্থ-অসহায় পরিবারগুলোর মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে স্থানীয় ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদ্মা পাড়ের বন্ধন’ এর সদস্যরা। 
  এ সময় বরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আকিরন নেছা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মেছের আলী খান, সংগঠনের সদস্য আনোয়ার হোসেন মিয়া, জীবন চক্রবর্তী, আঃ রাজ্জাক সাম, মোঃ সজীব, আঃ রহমান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবণ।   
  সংগঠনের সদস্য আনোয়ার হোসেন মিয়া জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা এই ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছেন। প্রাথমিকভাবে বন্যা কবলিত অসহায় ২শত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে আরও ত্রাণ বিতরণ করা হবে। তাদের সংগঠন ও এই ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রামে চাকুরীরত বরাটের সন্তান শহিদুল ইসলাম বিশ্বাস।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com