রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রায় ৪ মাস পর কথিত অপহৃত এক কিশোরী (১৪)কে উদ্ধার এবং মঞ্জু বেপারী ওরফে মঞ্জু কসাই(৫০) নামে ১জনকে পলিশ গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, গতকাল ৭ই আগস্ট ভোর রাতে গোয়ালন্দ উপজেলা ও ফরিদপুরের সীমান্তবর্তী হাট জামতলা এলাকা থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার ও মঞ্জু কসাইকে গ্রেপ্তার করা হয়। সে দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আজিজ মৃধা পাড়ার মৃত ছাত্তার বেপারীর ছেলে।
জানা গেছে, ভিকটিম কিশোরী গোয়ালন্দের শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গত ১০ই এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হলে তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪জনের নামে একটি মামলা দায়ের করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com