পদ্ম ফুলের শোভা ছড়াচ্ছে বালিয়াকান্দির বুড়োর বিল

তনু সিকদার সবুজ || ২০২২-০৮-০৭ ১৪:২৫:৩৭

image

পদ্ম ফুলের শোভা ছড়াচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঠবাড়ীয়া এলাকার ‘বুড়োর বিল’।
  প্রতিদিনই অসংখ্য মানুষ বিলের এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে সেখানে ভিড় জমাচ্ছেন। সবাই ছবি তুলছেন, ভিডিও করে রাখছেন। তবে বিলে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার পাশাপাশি বিলে পর্যাপ্ত পানি না থাকায় নৌকা না চলায় দর্শনার্থীরা পরিপূর্ণভাবে পদ্ম বিলের শোভা উপভোগ করতে পারছেন না। 
  এদিকে বিল থেকে দর্শনার্থীদের নির্বিচারে পদ্ম ফুল ছেঁড়া ঠেকাতে সেখানে ২জন গ্রাম পুলিশ সদস্য নিযুক্ত করেছে ইসলামপুর ইউনিয়ন পরিষদ।
  দর্শনার্থী নাসির উদ্দিন বলেন, আমি রাজবাড়ী থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে এখানে পদ্ম ফুলের সৌন্দর্য দেখতে এসেছি। একটু বিনোদন নিতেই এখানে আসা। 
  সাথী আক্তার নামে আরেক দর্শনার্থী বলেন, ফেসবুকে বিলটি সম্পর্কে জেনে দেখতে এসেছি। পদ্ম ফুল দেখে খুবই ভালো লাগছে। তবে পানি কম ও নৌকা না থাকায় পদ্ম বিলের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা সম্ভব হচ্ছে না। 
  স্থানীয়রা জানান, তাদের কাছে এটি ‘বুড়োর বিল’ নামেই পরিচিত। বর্ষাকালে দেখা যায় পদ্ম ফুলের শোভা। এই বিলকে সংরক্ষণ করে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা গেলে ভালো হতো। 
  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিল থেকে যেন দর্শনার্থীরা পদ্ম ফুল না ছেঁড়ে সে জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে সেখানে ২জন গ্রাম পুলিশ সদস্যকের নিযুক্ত করা হয়েছে। বিলটিকে সংরক্ষণ ও পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com