রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের ঝটিকা বিক্ষোভ॥সংক্ষিপ্ত সমাবেশ

আসাদুজ্জামান নুর || ২০২২-০৮-০৭ ১৪:৩০:৩৮

image

লোডশেডিং ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের জেলা শাখার নেতাকর্মীরা।
  গতকাল ৭ই আগস্ট বিকালে রাজবাড়ী শহরের বড়পুল মোড় থেকে প্রথমে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক দিয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 
  সমাবেশ চলাকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ফরিদ খান, ছাত্র অধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার প্রস্তাবিত সাধারণ সম্পাদক শাহীন আলম, কৌশিক হাসান পরশ, রাকিবুল হাসান রাকিব ও সোহেল তানভীর প্রমুখ বক্তব্য রাখেন।
  বক্তাগণ বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করেন এবং অবিলম্বে লোডশেডিং দূর ও জ্বালানী তেলের মূল্য কমানোর দাবী জানান। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com