রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ গত ৭ই আগস্ট দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৩৮ হাজার ৫২০ টাকাসহ ইমরান নূর(৩৪) ও সিজার বিশ্বাস(৩৬) নামের ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
ধৃত ইমরান নূর পাংশার গুধিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং সিজার বিশ্বাস একই এলাকার লোকমান বিশ্বাসের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে এসআই তারিকুল ইসলাম, এসআই মাহাবুর রহমান মামুন ও এএসআই জাহিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ রবিবার দিবাগত গভীর রাতে পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামের জনৈক সোবাহান জোয়ার্দ্দারের মালিকানাধীন দক্ষিণ দুয়ারী পরিত্যাক্ত চৌচালা টিনের ঘরের পূর্ব পাশের কক্ষের সামনে থেকে সিজার বিশ্বাস ও ইমরান নূরকে আটক করে। পুলিশ সিজার বিশ্বাসের পরিহিত ফুল প্যান্ট তল্লাশী করে ৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৮হাজার ৫২০ টাকা এবং ইমরান নূরের দেহ তল্লাশী করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে এসআই তারিকুল ইসলাম বাদী হয়ে সিজার বিশ্বাস ও ইমরান নূরের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-৫, তাং-৮/৮/২০২২ইং। মামলাটি পাংশা মডেল থানার এসআই আল মামুন তদন্ত করছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com