পাংশায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোক্তার হোসেন || ২০২২-০৮-০৮ ১৫:০৩:২৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও অসচ্ছল ৭জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 
  গতকাল ৮ই আগস্ট পাংশা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি অসহায় ও অসচ্ছল ৭জন মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। 
  অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহাব মন্ডল ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খানসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার।
  সেলাই মেশিন প্রাপ্ত মহিলারা হলো ঃ পাংশার গুধিবাড়ী এলাকার পুষ্পিতা ঘোষ, পারনারায়নপুর এলাকার শিউলী আক্তার, কুড়াপাড়া গ্রামের আফিয়া বেগম, বয়রাট গ্রামের নাছিমা খাতুন, হরিপুর গ্রামের মোছাঃ স্বপ্না খাতুন, চরঝিকড়ী গ্রামের শ্যামলী খাতুন ও সাবেক নারায়নপুর গ্রামের রত্না রানী দাস।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com