পাংশা মডেল থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২২-০৮-১০ ১৫:০৩:৪১

image

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার উদ্যোগে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১০ই আগস্ট আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
  পাংশা থানা চত্বরে সকাল ১১টায় শুরু হয়ে পৌনে ২টায় মতবিনিময় সভা শেষ হয়।
  পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বক্তব্য রাখেন।
  তিনি বলেন, বিট পুলিশিংকে অপরাধ নির্মূলের কেন্দ্র বিন্দুতে পরিণত করতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন- প্রত্যেকটি ইউনিয়নে থানা হওয়া দরকার। সেই ধারণা থেকেই বিট পুলিশিং গঠন। অপরাধ নির্মূলে বা অপরাধ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার গুরুত্বারোপ করে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। কিন্তু আমাদের কাজে আপনাদের সকলের সহযোগিতা করতে হবে। পরস্পর সহযোগিতা একান্ত প্রয়োজন। কলিমহর ইউপির গ্রাম পুলিশ রাম প্রসাদ বিশ্বাসকে অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার বলেন, রাম প্রসাদ একজন সহজ সরল সাধারণ মানুষ। সে তার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। অপরাধ প্রবণতারোধে ব্যবসা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, জনপ্রতিনিধি ও সামর্থ্যবান ব্যক্তিদের বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করার আহবান জানান তিনি।
  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান আরো বলেন, নিজের বাড়ী, নিজের এলাকা সুরক্ষার জন্য নিজেকেই উদ্যোগ নিতে হবে। এমনটি করতে পারলে অপরাধ প্রবণতা-সমস্যা কমে যাবে। অপরাধকর্ম করার সাহস পাবে না কেউ।
  তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। তবে আপনার সন্তান কোথায় কি করে, মোবাইল ফোন নিয়ে কি করে, মোটর সাইকেল নিয়ে কোথায় যায়, কি করে, মোটর সাইকেলের তেল ক্রয়ের টাকা কোথা থেকে আসে এ সবের খবর রাখতে হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে জড়িতরা এলাকায় থাকতে পারবে না। দুর্বৃত্তদের স্থান হবে কারাগারে। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
  মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শাহনেওয়াজ রাজু, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন।
  মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুব্রত কুমার দাস সাগর, পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
  মতবিনিময় সভা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কলিমহর ইউনিয়নের গ্রাম পুলিশ রাম প্রসাদ বিশ্বাসকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার ও নগদ ৫হাজার টাকা পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। মতবিনিময় সভা উপস্থাপনা করেন পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘাষ।
  মতবিনিময় সভায় বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব(মোনা বিশ্বাস), কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু ও কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, পাংশা পৌরসভার কাউন্সিলর মোতালেব হোসেন মোল্লা, চাঁদ আলী সরদার ও সোরাপ মন্ডল, পাংশা মডেল থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পাংশা পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউপি মেম্বারগণ ও গ্রামপুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com