গোয়ালন্দ পৌরসভা পরিদর্শনে ডিডিএলজি নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধনে পরামর্শ প্রদান

মইনুল হক মৃধা || ২০২২-০৮-১১ ১৪:৩৪:১০

image

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ গতকাল ১১ই আগস্ট দুপুরে গোয়ালন্দ পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পৌরসভা মূল্যায়নের বিভিন্ন সূচক অনুযায়ী নথিপত্র যাচাই করেন। তিনি জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০০৪; জন্ম-মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন এবং ০-৪৫ দিনের মধ্যে বিনা ফিসে জন্ম নিবন্ধন করার লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার প্রচারণা ও সৃজনশীল উপায়ে কার্যক্রম পরিচালনার জন্য পৌর মেয়রকে পরামর্শ প্রদান এবং জন্ম মৃত্যু নিবন্ধনে নির্ভুলভাবে তথ্য সন্নিবেশ করার জন্য তিনি উপস্থিত কাউন্সিলর, কর্মচারী ও সেবা গ্রহীতাদের পরামর্শ প্রদান করেন। গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমানসহ পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com