রাজবাড়ী জেলার গোয়ালন্দ ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় গতকাল ১১ই আগস্ট সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। অন্যান্যের মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক সেলিম মুন্সী, উজানচর ইউপির চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আঃ রহমান মন্ডল ও দেবগ্রাম ইউপির চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ গোয়ালন্দে পর্যটনের বর্তমান অবস্থা ও বিকাশ নিয়ে আলোচনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com