তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজবাড়ীতে দলীয় অফিসের সামনে বিএনপি’র বিক্ষোভ

স্টাফ রিপোর্টার || ২০২২-০৮-১২ ১৪:১৩:২৬

image

জ্বালানী তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কিছুসংখ্যক নেতাকর্মী গতকাল ১২ই আগস্ট বিকাল ৫টায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচী পালন করে। বিক্ষোভ সমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ মোঃ লিয়াকত আলী বাবু বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের নেতা মোহাব্বত হোসেন খোকন, সদস্য সচিব মোঃ আমিনুর রহমান ঝন্টু, খায়রুল উজ্জামান খায়রু, সামছুল আলম খান রানাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com