বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিশেষ প্রার্থনা

ওয়াশিংটন প্রতিনধি || ২০২২-০৮-১২ ১৭:২৯:৪০

image

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস স্থানীয় সময় ১২ই আগস্ট জুম্মার নামাজের পর ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করে।
  বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার(প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন জানান, এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে বিপুল সংখ্যক মুসুল্লী অংশ নেন।
  প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী দোয়া ও মোনাজাতে যোগ দেন। দোয়া ও মোনাজাতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহীদুল ইসলাম এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে দূতাবাসের পক্ষ থেকে মুসুল্লীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com