রাজবাড়ী সদরের বেথুলিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

হেলাল মাহমুদ || ২০২২-০৮-১৫ ১৫:০৮:১৪

image

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
  এ উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকালে বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
  বিদ্যালয়ের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, এশিয়ান  টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার সাভার প্রতিনিধি দেওয়ান ইমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা খাতুন, আফরোজা বানু, কানিজ ফাতিমা, রওশন আরা বেগম, তুলি রাণী সাহাসহ অতিথিরা কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com