দৌলতদিয়ায় আওয়ামী মটর চালক লীগের জাতীয় শোক দিবস পালন

আবুল হোসেন/মইনুল হক মৃধা || ২০২২-০৮-১৫ ১৫:১১:২৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আওয়ামী মটর চালক লীগের জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
  এ উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকালে দৌলতদিয়াস্থ সংগঠনের জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অর্ধনমিত করে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
  আওয়ামী মটর চালক লীগের জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন তপু’র সভাপতিত্বে ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীব রেজা টুটুল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন সরদার, নৌযান শ্রমিক লীগের দৌলতদিয়া নৌ-বন্দর শাখার সাধারণ সম্পাদক আবুল হোসেন, দৌলতাদয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মোল্লা, আওয়ামী মটর চালক লীগের জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী বাবু, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com