পাংশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস-২০২২ পালিত

মোক্তার হোসেন || ২০২২-০৮-১৫ ১৫:১৪:২৬

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৫ই আগস্ট নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে।
  এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক রচনা চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, যুব উন্নয়ন দপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ, প্রামান্যচিত্র প্রদর্শন, মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দোয়া মাহফিল, পাংশা হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাদ্য পরিবেশন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতাদের তালিকা প্রণয়ন, বাদ যোহর মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা, পুরস্কার বিতরণ ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ১মিনিট নিরবতা পালন করা হয়। 
  অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম বক্তব্য রাখেন। 
  অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাত আল মতিন, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর বক্তব্য রাখেন।
  বক্তারা জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রুস্তম আলী। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com