পাংশায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২২-০৮-১৬ ১৪:৪৮:৩৩

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে গত ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে। 
  এ উপলক্ষে সকাল ৮টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। 
  এছাড়া কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
  পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনী, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান মাস্টার, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও মুক্তিযোদ্ধা ইমান আলীসহ পাংশা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
  অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com