রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ১৭ই আগস্ট সন্ধ্যায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে বাবুপাড়া মাদরাসা মাঠে আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিরুল ইসলাম আমানের সভাপতিত্বে এবং বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহাব মন্ডল, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনী, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সরদার।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সহিদুল ইসলাম। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টায় কর্মসূচি শেষ হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com