প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ ভাতার নির্বাহী আদেশে স্বাক্ষর করায় নিউজার্সির বাংলাদেশীরা স্বস্তিতে

যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু || ২০২০-০৮-০৯ ১৫:৫৩:০৮

image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেকার ভাতার অতিরিক্ত ৪০০ ডলার করে বিশেষ ভাতার নির্বাহী আদেশে স্বাক্ষর করায় দেশটির নিউজার্সি অঙ্গরাজ্যে বসবাসকারী ১০ সহস্রাধিক বাংলাদেশী, যারা করোনা পরিস্থিতির কারণে কাজ হারিয়েছেন তাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
  গত মার্চ মাসে লকডাউনের পর পরই নাগরিকদের এককালীন নগদ অর্থ দেয়া ছাড়াও কর্মহীনদের নিয়মিত বেকার ভাতার সঙ্গে সপ্তাহে ৬০০ ডলার করে দেয়া হচ্ছিল। বর্ধিত এ ভাতার মেয়াদ গত ৩১শে জুলাই শেষ হয়। এ অবস্থায় নিউজার্সিতে বসবাসকারী কর্মহীন বাংলাদেশীরা বাসা ভাড়াসহ অন্যান্য খরচের ব্যাপারে দুশ্চিন্তার মধ্যে পড়েন। এখন প্রেসিডেন্ট ট্রাম্প এই বিশেষ ভাতার নির্বাহী আদেশে স্বাক্ষর করায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com