রাজবাড়ী পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১৮ই আগস্ট বিকালে নানা আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য ও গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শোক র্যালী, মরহুমের কবর জিয়ারত, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণ থেকে শোক র্যালী সহকারে গিয়ে মরহুম কাজী হেদায়েত হোসেনের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখান থেকে শোক র্যালী সহকারে দলীয় কার্যালয়ে ফিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি’র সঞ্চালনায় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, মরহুম কাজী হেদায়েত হোসেনের জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রেজাউল হক রেজা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, এডঃ রফিকুল ইসলাম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন সফিক, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলজার হোসেন মৃধা, জেলা শ্রমিক লীগ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্বী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খান ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সাবেক সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মোসলেম ফকিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, মরহুম কাজী হেদায়েত হোসেন এ অঞ্চলের অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। সবসময় দলীয় নেতাকর্মীদের পাশে থাকতেন। এছাড়াও তিনি শিক্ষানুরাগী ছিলেন। রাজবাড়ী সরকারী কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিজ বাড়ীতে দূর-দূরান্তের অনেক ছেলেমেয়ের থাকা-খাওয়ার ব্যবস্থাসহ লেখাপড়ার ব্যয় বহন করতেন। বেঁচে থাকলে তিনি এ অঞ্চলের মানুষের জন্য আরও অনেক কিছু করতে পারতেন।
মরহুম কাজী হেদায়েত হোসেনের জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, হত্যা করে কোনো কিছু হয় না। হত্যার রাজনীতি যারা করে তারা টিকে থাকতে পারে না। আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে না। মিথ্যার রাজনীতি করে না। আমার পিতা মরহুম কাজী হেদায়েত হোসেন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন ঘনিষ্ঠ সহকর্মী। তার জন্য দোয়া করবেন। ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, মরহুম কাজী হেদায়েত হোসেন আমার পিতা মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর খুব কাছের মানুষ ছিলেন। তাদের রাজনীতি সবার জন্য অনুসরণীয়। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন অশুভ শক্তি আমাদের কিছু করবে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকার বিজয় হবে।
আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু ও মরহুম কাজী হেদায়েত হোসেনসহ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা সেলিম দেওয়ান। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকে দিনব্যাপী কোরআনখানী করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com