জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১৯শে আগস্ট বিকালে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে ও আব্দুল মালেকের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ মোঃ লিয়াকত আলী বাবু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহাবুব চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক শাহ মোঃ আলমগীর, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মহব্বত হোসেন খোকন, সদস্য-সচিব আমিনুর রহমান ঝন্টু, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা ও সদর থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খায়রুজ্জামান খায়রু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভার শেষে সাম্প্রতিক সময়ে আন্দোলনকালে নিহত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com