করোনা ও আম্পান মোকাবেলায় কাজ করছে যশোর সেনানিবাস

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-০৯ ১৫:৫৩:৫৫

image

‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে মহামারী করোনা ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
  প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই সেনা প্রধানের নির্দেশনা অনুযায়ী যশোর অঞ্চলের জেলাগুলোর অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, জীবাণুমুক্তকরণ টানেল স্থাপন, জনসচেতনতামূলক প্রচারণা, সামাজিক দূরত্ব মেনে চলতে উৎসাহ প্রদান, স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, মার্কেট/দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা, প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নতজাতের বীজ বিতরণ, চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রায় বেড়ী বাঁধ মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়া, সুপেয় পানি বিতরণ, সাধারণ  মানুষের ঘর-বাড়ী মেরামতে সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com