শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা

মইনুল হক মৃধা || ২০২২-০৮-১৯ ১৬:১০:৫৫

image

সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 
  উপজেলা পূজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও মন্দিরের আয়োজনে গতকাল ১৯শে আগস্ট বিকালে গোয়ালন্দের বালক সমিতি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
  গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরঞ্জন আগরওয়ালা, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়াসহ বিপুল সংখ্যক কৃষ্ণ ভক্ত প্রতিমা-বিগ্রহ ও বাদ্যযন্ত্র নিয়ে দেব-দেবীদের সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com