বর্ণাঢ্য আয়োজনে পাংশায় শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত

পাংশা প্রতিনিধি || ২০২২-০৮-১৯ ১৬:১২:৩৪

image

রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ১৯শে আগস্ট বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। 
  এ উপলক্ষে গ্রন্থ পারায়ন, হোমযজ্ঞ, শোভাযাত্রা, আলোচনা, কীর্তন, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতীসহ বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়। নিতাই গৌর সেবাশ্রম, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রীকৃষ্ণ সেবা সংঘ, গৌরাঙ্গ সংঘ বাংলাদেশ, পাংশা আদি মহাশ্মশান হরিবাসর ও সনাতন ধর্মীয় অন্যান্য সংগঠনের সমন্বয়ে শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির পরিচালনা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
  জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পাংশা পুরাতন বাজারস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির চত্বর থেকে ব্যানার ও বাদ্যযন্ত্রসহকারে শোভাযাত্রা বের করে পাংশা শহরের প্রধান সড়ক হয়ে পাংশা আদি মহাশ্মশানের নাটমন্দিরে সমবেত হয় সনাতন ধর্মের লোকজন। পাংশা আদি মহাশ্মশান নাটমন্দিরে শ্রীশ্রী রাঁধাগোবিন্দ ও শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও পাংশা আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষ, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের সা্েবক অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে, সাবলীল ভাবে, উৎসবমূখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করে থাকে। তিনি বলেন, পাংশা উপজেলায় সৌহার্দ্য-সম্প্রীতির বিরল দৃষ্টান্ত রয়েছে। সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা বজায় রাখার গুরুত্বারোপ করেন তিনি। 
  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
  অনুষ্ঠানে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ্যাডভোকেট ভজগোবিন্দ দে, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির সহসাধারণ সম্পাদক তপন কুমার রায়, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি, ডিডিসি লিমিটেড কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাক, অধ্যাপক আশীষ কুমার বর্ধন, এটিও অঞ্জলী রানী, কোলানগর একাডেমীর প্রধান শিক্ষক ভজন কুমার দাস, কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার মন্ডল, ব্যবসায়ী চন্ডিচরণ ঘোষ, স্বপন কুমার সরকার ও বিধান কুমার বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com