রাজবাড়ী সদরের চরনারায়ণপুর থেকে ৩লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস॥২জেলের জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২০-০৮-০৯ ১৫:৫৪:৫১

image

রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে গতকাল ৯ই আগস্ট চরনারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং অবৈধভাবে এই জাল রাখার দায়ে ২জন জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। আটককৃত কারেন্ট জাল মা ইলিশ ধরার কাজে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com