ভ্রাম্যমাণ আদালতে পাংশার ৪জন ব্যবসায়ীর জরিমানা

মোক্তার হোসেন || ২০২২-০৮-২৪ ১৪:৩২:২৯

image

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল হুদার নেতৃত্বে গতকাল ২৪শে আগস্ট সকালে পাংশা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
  অভিযানকালে বিএসটিআই’র অনুমোদন না থাকা, ওজনে কারচুপি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে পাংশা বাজারের মালেক প্লাজার একটি ফাস্টফুডের দোকানের মালিককে বিএসটিআই আইনে ১০ হাজার টাকা, এর পার্শ্ববর্তী একজন দোকানীকে ওজন ও পরিমাপ আইনে ৩ হাজার টাকা এবং কালিবাড়ী মোড় এলাকার ২ দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে পাংশা বাজারের বিভিন্ন সারের দোকানে মূল্য ও মজুদ পরিস্থিতি যাচাই করা হয়। পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com