পাংশার ৬৫ জন ভিক্ষুককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান

শামীম হোসেন || ২০২২-০৮-২৪ ১৪:৩৫:৪৭

image

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় রাজবাড়ীর পাংশা উপজেলার ৬৫ জন ভিক্ষুককে ১০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
  পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৪শে আগস্ট দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের মধ্যে এই অনুদানের অর্থ বিতরণ করা হয়। 
  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস বানু প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পাংশা উপজেলায় তালিকাভুক্ত ৩শতাধিক ভিক্ষুক রয়েছে। ইতিপূর্বে প্রথম ধাপে ৫জন ভিক্ষুককে এই অনুদান দেয়া হয়। এবার দ্বিতীয় ধাপে ৬৫ জনকে দেয়া হলো। পর্যায়ক্রমে তালিকাভুক্ত অন্যান্য ভিক্ষুকদের মধ্যে এই অনুদান দেয়া হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com