দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪জন গ্রেফতার॥দেশী অস্ত্র উদ্ধার

আবুল হোসেন || ২০২২-০৮-২৪ ১৪:৩৬:৪৪

image

ডাকাতির প্রস্তুতিকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৪জনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ থানা পুলিশ। 
  গতকাল ২৪শে আগস্ট ভোর রাত ৪টার দিকে দৌলতদিয়া ঘাটের পার্শ্ববর্তী একটি কাশফুলের ঝোপ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি চাকু ও ১টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়। 
  গ্রেফতারকৃতরা হলো- দৌলতদিয়া ইউনিয়নের উম্বার কাজী পাড়া গ্রামের মৃত হযরত মন্ডলের ছেলে লোকমান মন্ডল(৩৫), শাহাদৎ মেম্বার পাড়া গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির(২৮), সিদ্দিক কাজী পাড়া গ্রামের জব্বার মৃধার ছেলে গেদা মৃধা(৪৫) এবং রাজবাড়ী সদর উপজেলার গৌরিপুর গ্রামের দুলাল শেখের ছেলে হেলাল শেখ(২৭)। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৩, তারিখ-২৪/০৮/২০২২, ধারাঃ ৩৯৯/৪০২ দঃ বিঃ। গতকাল বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com