নেই গেটম্যান॥গোয়ালন্দে উন্মুক্ত রেলক্রসিং পারাপারে জীবনের ঝুঁকি॥কর্তৃপক্ষ উদাসীন

মইনুল হক মৃধা || ২০২২-০৮-২৪ ১৪:৩৮:৪১

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার সংলগ্ন রেলক্রসিংয়ের দুই পাশে ব্যারিয়ার(প্রতিবন্ধক) থাকলেও নেই কোন গেটম্যান। এর ফলে উন্মুক্ত রেলক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন ও জনগণ পারাপার হচ্ছে। 
  সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম রেলক্রসিংটি দিয়ে সবসময়ই যানবাহন পারাপার হয়। এর মধ্যেই হুইসেল দিতে দিতে ট্রেন পার হয়ে যায়। গেটম্যান না থাকায় রেলক্রসিং আটকানোরও কোন ব্যবস্থা নেই। এতে যেকোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। 
  রেল ক্রসিংয়ের পাশেই কলা বিক্রি করেন হাসেম শেখ। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্রসিং বার নষ্ট হয়ে আছে। তাই জায়গাটি বর্তমান খুবই ঝুঁকিপূর্ণ। ট্রেন আসার সময় বেগতিক দেখলে চিৎকার-চেঁচামেচি করে বলি ট্রেন আসছে। এভাবেই চলছে। 
  রেল ক্রসিংয়ের পাশের দোকানী আবজাল হোসেন বলেন, কয়েক বছর যাবৎ এখানে গেটম্যান নেই। সবসময় দুর্ঘটনার ঝুঁকি বিরাজ করে। দীর্ঘদিন রেলক্রসিংটি অরক্ষিত থাকলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমরা এর সমাধান চাই। 
  জানা গেছে, গোয়ালন্দ বাজার রেল স্টেশন থেকে দৌলতদিয়া ঘাট রেল স্টেশন পর্যন্ত ৫কিলোমিটার রেলপথে এ ধরনের ৬টি রেলক্রসিং রয়েছে। এর মধ্যে ৫টিতেই কোন ব্যারিয়ারের ব্যবস্থা নেই। উল্লেখিতটিতে থাকলেও গেটম্যান না থাকায় তা কার্যকর নেই। 
  গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, গেটম্যান না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com