রাজবাড়ী সদরের বানিবহে পুকুরে বিষ প্রয়োগে পাঁচ লাখ টাকার মাছ নিধনরাজবাড়ী সদরের বানিবহে পুকুরে বিষ প্র

স্টাফ রিপোর্টার || ২০২২-০৮-২৫ ১৪:২৪:১৮

image

রাজবাড়ী সদর উপজেলার বানিবহে পূর্ব শত্রুতার জেরে এক সংখ্যালঘু পরিবারের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫লাখ টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষ।
  গত ২৪শে আগস্ট দিবাগত রাতের যেকোন সময় রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের রথখোলা গ্রামে কৃষ্ণ চন্দ্র মন্ডলের পুকুরে এ ঘটনা ঘটে।
  গতকাল বৃহস্পতিবার সকালে মাছ মরে পানিতে ভেসে উঠলে বিষ প্রয়োগের বিষয়টি টের পায় স্থানীয়রা।
  কৃষ্ণ চন্দ্র মন্ডল জানান, তাদের গ্রামের বাবুল মিয়ার সঙ্গে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে এর আগে দুইবার তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়। সে সময় তার স্ত্রী বিচারের আশায় বাবুলসহ ৬জনের বিরুদ্ধে থানায় জিডি করেন। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। গত ২৪শে আগস্ট রাতের যেকোন সময় বাবুল ও তার সহযোগিরা আবারও তার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলে। সকালে পুকুরের সকল মাছ মরে পানিতে ভেসে ওঠে।
  এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারী কৃষ্ণ চন্দ্র মন্ডলের স্ত্রী লীলিমা বিশ্বাস মামলা করবেন বলে জানা গেছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com