রাজবাড়ীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

শেখ রনজু আহাম্মেদ || ২০২২-০৮-২৫ ১৪:৪৫:২১

image

৪বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ ৩বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সমস্যা নিরসনে ৪দফা দাবীতে গতকাল ২৫শে আগস্ট বিকালে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
  ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা শাখার আয়োজনে জেলা আইডিইবি’র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
  এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগ্রাম পরিষদের জেলা শাখার সদস্য সচিব আব্দুর রব মিয়া। এ সময় আন্দোলন কমিটির আহ্বায়ক হাসমত আলী, জেলা আইডিইবি’র সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মৃধা ঢ সমাজকল্যাণ সম্পাদক নব কুমার দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  সংবাদ সম্মেলনে অবিলম্বে শিক্ষা মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ৪দফা দাবী মেনে নেয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের হুমকী দেয়া হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com