রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউপির দর্পনারায়ণপুর ফেলু’র দোকান এলাকার আল রাফি ট্রেডার্স নামক একটি রড-সিমেন্ট ও হার্ডওয়্যারের দোকানে গত ২৫শে আগস্ট রাতে চুরির ঘটনা ঘটে।
দোকানী ইমরান শেখ জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি দোকান তালাবদ্ধ করে বাড়ী চলে যান। গতকাল ২৬শে আগস্ট সকালে তিনি দোকান খুলে দেখেন দোকানের সিলিং কেটে ড্রয়ার ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা ও ১টি স্মার্ট ফোন চুরি হয়েছে। চোরেরা দোকানের সিসি ক্যামেরার তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে ভিতরে প্রবেশ করে। তার ধারণা চেনাজানা কেউ এই চুরির ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে তিনি রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। থানার এসআই নুরুল ইসলামমহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ খবর লেখা পর্যন্ত থানায় চুরি মামলা রেকর্ড হয়নি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com