পাংশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মোক্তার হোসেন || ২০২০-০৮-১০ ১৫:১৮:০২

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির শোলুয়া বাজারে গত ৯ই আগস্ট রাতে অভিযান চালিয়ে আকিদুল ইসলাম(৩০) নামের ১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। আকিদুল ইসলাম সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে।
  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এএসআই আইয়ুব আলীসহ সঙ্গীয় পুলিশ রবিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত আকিদুল ইসলাম সিআর ১৭৫/২০১৬ নং মামলার ১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। কশবামাজাইল ইউপির শোলুয়া গ্রামে তার শ্বশুর বাড়ী। শ্বশুর বাড়ী এলাকায় পালিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। ধৃত আসামী আকিদুল ইসলামকে গতকাল সোমবার পাংশা মডেল থানা থেকে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com