গোয়ালন্দে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

আবুল হোসেন/মইনুল হক মৃধা || ২০২২-০৮-২৭ ১৪:১২:৫২

image

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। 
  গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে আগস্ট সকালে উপজেলা পরিষদের পুকুরে এই সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। 
  এ সময় উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রায় অর্ধশত শিশু এই সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে। 
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় এক বছরব্যাপী গোয়ালন্দ উপজেলার শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেয়া হবে। ইউনিয়ন পর্যায়ের শিশুরাও এই সুবিধা পাবে। এ জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করতে হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com