মাছরাঙ্গা টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি সাংবাদিক মনিমের মায়ের ইন্তেকাল

আসাদুজ্জামান নুর || ২০২২-০৮-২৮ ১৪:২৬:১৪

image

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাক্ষ্মণদিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জলিলের স্ত্রী ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের মা ফিরোজা বেগম (৬৫) আর নেই। 
  গত ২৭শে আগস্ট দিনগত রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ২৮শে আগস্ট বাদ যোহর ব্রাক্ষ্মণদিয়া গ্রামের নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পাঁচুরিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান রতনসহ এলাকার লোকজন জানাযার নামাজে অংশগ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন সদর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহমেদ খান। কবরে দাফন শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন আকিরন নেছা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের। 
   মরহুমার পারিবারিক সূত্রে জানা গেছে, ইতিপূর্বে একবার তার ব্রেন স্ট্রোক (মস্তিস্কে রক্তক্ষরণ) করেছিল। পুনরায় স্ট্রোক করার পর শনিবার রাত ১১টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com