পাংশায় জাতীয় শোক দিবস পালনে আ’লীগের উদ্যোগে প্রস্তুতি সভা

মোক্তার হোসেন || ২০২০-০৮-১০ ১৫:১৮:৫৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে গতকাল ১০ই আগস্ট বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
  সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম(বুড়ো)। উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফী উদ্দিন (পাতা)।
  সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নূর উদ্দিন মিয়া, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আহম্মদ হোসেন ও উত্তম কুমার কুন্ডু, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাবলু বিশ্বাস, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর বাদশা মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, সুব্রত কুমার দাস সাগর, ওসমান গনী, ওয়াহাব মন্ডল, গোবিন্দ কুন্ডু, রাম দাস দত্ত, হাবিবুর রহমান হবি, লালটু বিশ্বাস, আফসার উদ্দিন বিশ্বাস প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  সভায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পর্যায়েও দলীয়ভাবে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
  পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফী উদ্দিন(পাতা) জাতীয় শোক দিবসের দলীয় কর্মসূচী ঘোষণা করেন। একই সাথে তিনি ১৭ ও ২১শে আগস্ট পালনের কর্মসূচীও ঘোষণা করেন। দলীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দের কর্মসূচীতে অংশগ্রহণের আহবান জানান তিনি।
  পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম(বুড়ো) জাতীয় শোক দিবসের কর্মসূচী সফলভাবে বাস্তবায়ন এবং করোনা সংকট পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com