সামান্য বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়ে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কোমরপাড়া কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।
যাতায়াতের রাস্তা কাঁচা হওয়ায় তাদেরকে এই দুর্ভোগ পোহাতে হয়। সম্প্রতি বৃষ্টির পর সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫০০ মিটারের কাঁচা রাস্তাটির কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়ে পানি জমে আছে এবং পুরো রাস্তাটিই এবড়ো-থেবড়ো হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন অনেক মানুষ চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে আসে। রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে তাদেরকে ভোগান্তি পোহাতে হয়। স্থানীয়দের চলাচলেও সমস্যা হয়। রাস্তাটি পাকা অথবা এইচবিবি করা হলে এই ভোগান্তি দূর হতো।
ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডর) সিরাজুন মুনির বলেন, নিয়মিত এই ক্লিনিকে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসে। বর্ষা মৌসুমে কাদায় সমস্যা হয়। বিশেষ করে বয়স্করা বেশী সমস্যায় পড়ে। রাস্তাটি পাকা বা এইচবিবি করা হলে দুর্ভোগ দূর হতো।
ক্লিনিকের সভাপতি আইয়ুব খান বলেন, কাঁচা রাস্তার কারণে স্থানীয় বাসিন্দাসহ রোগীদের চলাচলে সমস্যা হচ্ছে। রাস্তাটি পাকা বা এইচবিবি করার চেষ্টা চলছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com