পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা’র নেতৃত্বে গতকাল ২৯শে আগস্ট বেলা ১১টার দিকে বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে বালিয়াকান্দি বাজারের বাবলু কুন্ডু এন্ড সন্স এবং খলিল স্টোর নামক ২টি মুদী দোকানের মালিককে যথাক্রমে ৫ হাজার টাকা ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দোকান ২টি থেকে ৫০ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জাহিদ হাসান এবং পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com