নৈশ প্রহরী থাকতেও রহস্যজনকভাবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে গত ২৮শে আগস্ট রাতে কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গে ১০টি ল্যাপটপসহ মাইক্রোওয়েভ ক্যামেরা ও রাউটার চুরির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে গতকাল ২৯শে আগস্ট বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র জেলা কার্যালয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র ফরিদপুর কার্যালয় এবং বালিয়াকান্দি থানা পুলিশ পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।
বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল মান্নান দাবী করেন, তিনি সারা রাত স্কুল পাহারা দিয়েছেন-কিন্তু সন্দেহজনক তেমন কিছু টের পাননি। সকালে স্কুলের মাঠ থেকে দোতলার কম্পিউটার রুমের দিকে তাকিয়ে দেখেন দরজা খোলা। তাৎক্ষণিক তিনি বিষয়টি স্কুলের সহকারী শিক্ষক আতাউর রহমানকে জানান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাচ্চু মোল্লা বলেন, চুরির ঘটনা জানতে পেরে আমি দ্রুত স্কুল এসে দেখতে পাই কম্পিউটার ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে ১০টি নেই। বাকি ৭টি ল্যাপটপ যথাস্থানেই রয়েছে। এছাড়াও মাইক্রোওয়েভ ক্যামেরা ও রাউটার চুরি হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছমির উদ্দিনের মোবাইল ফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিতেই তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাতে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত স্কুলের পক্ষ থেকে বালিয়াকান্দি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। তবে নৈশ প্রহরী দায়িত্বরত থাকা অবস্থায় এই চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com