দৌলতদিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হোসেন || ২০২২-০৮-৩০ ১৬:০২:১৬

image
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ীজেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল ৩০শে আগস্ট বিকালে দৌলতদিয়া ট্রাক টার্মিনালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খান, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক। 
  আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com