পাংশায় পাওনা টাকা আদায়ে ১ব্যক্তিকে শিকলে বেঁধে নির্যাতন॥৩জন গ্রেফতার

শামীম হোসেন || ২০২২-০৮-৩০ ১৬:০৯:২৫

image

পাওনা টাকা আদায়ের জন্য রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার সত্যজিৎপুর গ্রামের শহিদ শেখের বাড়ীতে ৩দিন ধরে মিঠু মোল্লা(৩৩) নামের এক ব্যক্তিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনায় শহিদ শেখসহ ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে। 

  জানা গেছে, ৯৯৯ থেকে খবর পেয়ে গতকাল ৩০শে আগস্ট পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও জড়িত ৩জনকে গ্রেফতার করে। 
  ভুক্তভোগী মিঠু মোল্লা পাবনা জেলার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে। সে জানায়, পাওনা টাকার জন্য গত ২৮শে আগস্ট পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর খেয়া ঘাট থেকে তাকে ধরে নিয়ে এসে বসত ঘরের খুঁটির সাথে পায়ে শিকল দিয়ে তাকে বেঁধে রাখে শহিদ শেখ ও তার ছেলেরা।
  অভিযুক্ত শহিদ শেখ বলেন, আমি তার কাছে ১লক্ষ ৮০ হাজার টাকা পাই। সে টাকা দেয়নি বলে তাকে ধরে এনে বেঁধে রেখেছিলাম। 
  পাংশা মডেল থানার পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার ও জড়িত ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com