রাজবাড়ীতে ৪র্থ শ্রেণীর সঃ কর্মচারী সমিতির কৃষি ইউনিট কমিটি গঠন

আসাদুজ্জামান নুর || ২০২২-০৮-৩১ ১৪:৪৬:১৯

image

রাজবাড়ীতে ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির কৃষি ইউনিট কমিটি গঠন করা হয়েছে।
  গতকাল ৩১শে আগস্ট বিকালে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের স্টোর কিপার গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারী সমিতির জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সহ-সভাপতি ওমর ফারুক মিয়া, সাধারণ সম্পাদক বাসুদেব কুমার সরকার, কৃষি ইউনিটের অরিন আহমেদ, শিহাব উদ্দিন মিয়া, শফিকুল ইসলাম, আব্দুল ওহাব মিয়া, জুলহাস মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
  সভায় জুলহাস মন্ডলকে সভাপতি, মহিউদ্দিন মিয়াকে সহ-সভাপতি, শিহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক, অরিন আহমেদকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল মামুনকে দপ্তর ও অর্থ সম্পাদক, মহিনুল ইসলামকে প্রচার সম্পাদক ও রেজাউল করিমকে সদস্য এবং গোলাম মোস্তফা, তোফাজ্জেল হোসেন ও আব্দুল ওহাবকে উপদেষ্টা করে সমিতির কৃষি ইউনিট কমিটি গঠন করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com