বালিয়াকান্দির গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীর এক লক্ষ টাকা জরিমানা

তনু সিকদার সবুজ || ২০২২-০৮-৩১ ১৪:৪৯:৪৭

image

ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগরের গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ৩১শে আগস্ট বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন ও ৩টি ট্রলার স্থানীয় ইউপি চেয়ারম্যান কল্লোল বসুর জিম্মায় প্রদান করা হয়। এছাড়াও ড্রেজারে ব্যবহৃত ২হাজার মিটার পাইপ ভেঙ্গে ফেলা হয়। বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 
  এছাড়াও দুপুর ১টার দিকে একই ভ্রাম্যমাণ আদালতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের একজন নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রেতাকে ২হাজার টাকা এবং একজন লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালককে ২হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com