রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুই মাসব্যাপী বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল ১লা সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব-২ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সুলতান আহম্মেদ, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান ও সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে প্রমুখ বক্তব্য রাখেন। ৪০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com