বালিয়াকান্দি উপজেলাতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

তনু সিকদার সবুজ || ২০২০-০৮-১১ ১৭:৩৯:৫১

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় যথাযথ মর্যাদায় নানা আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। 
  এ উপলক্ষে গতকাল ১১ই আগস্ট সকালে বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ করা হয়। 
  অপরদিকে বহরপুর ইউনিয়নের ইলিশকোল রায়পুর মহাশ্মশান প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) তৌফিক এলাহী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিনয় চক্রবর্তী, আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমন্বয়ক বিধান কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। 
  আলোচনা সভা ছাড়াও পূজা-অর্চনা ও ভক্তিমূলক সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com