বৃহত্তর যশোর অঞ্চলের ১০ জেলায় দুস্থদের খুঁজে খুঁজে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-১২ ১৮:১৩:৩৫

image

বৃহত্তর যশোর অঞ্চলের ১০টি জেলার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের খুঁজে খুঁজে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল ১২ই মে ৫৫ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা যশোর ও চুয়াডাঙ্গা জেলার শতাধিক অসহায়, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সহায়তা হিসেবে প্রতি প্যাকেটে চাল, ডাল, আটা, সুজি, তেল, লবণ ও বিস্কুট দেয়া হয়। সেনা কর্মকর্তারা জানান, দেশের যেকোন ক্রান্তিকালের ন্যায় করোনা পরিস্থিতিতেও সেনাবাহিনীর মানুষের পাশে রয়েছে। তারই অংশ হিসেবে অসহায় দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে এই ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়। এছাড়াও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে মেডিকেল টিম কর্তৃক অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত রাখার পাশাপাশি সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ, অসহায় কৃষকদের ক্ষেত থেকে সবজি ক্রয় এবং অসহায় কৃষকদের মধ্যে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com