মিশ্র ফলের বাগান করে সফল বালিয়াকান্দির জাকির

সোহেল মিয়া || ২০২২-০৯-০৪ ১৫:১২:৩৩

image

মিশ্র ফলের বাগান করে সফল হয়েছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের শেখপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন। 
  তিনি জানান, ২০১৯ সালে নিজের কয়েক শতাংশ জমির সঙ্গে অন্যের কাছ থেকে জমি লিজ নিয়ে ৫ বিঘা জমির উপর গড়ে তোলেন মিশ্র ফলের বাগান। এই বাগানে রয়েছে বারি-১ জাতের মাল্টা, পেয়ারা ও বিভিন্ন জাতের কুল বরই। পরের বছরই পেয়ারা ও কুল বরই থেকে তার আয় হয় ১লাখ টাকা। যদিও প্রথম বছর খরচ বাদে লাভ হয়নি। তবে পরের বছর থেকেই তিনি বাগান হতে লাভবান হওয়া শুরু করেন। তার বাগানে এখন ৬০০ পেয়ারা, ৬০০ মাল্টা ও প্রচুর কুল বরইয়ের গাছ রয়েছে। এ সকল চারা তিনি পার্শ্ববর্তী মাগুরা জেলা থেকে সংগ্রহ করেছেন। প্রতিটি মাল্টার চারা ৫০ টাকা ও পেয়ারার চারা ২৫ টাকা করে ক্রয় করেন। বর্তমানে তার বাগান থেকে প্রচুর অর্থ উপার্জন হচ্ছে। ২০২১ সালে তিনি সাড়ে ৩ লাখ টাকার শুধু পেয়ারাই বিক্রি করেন। আর চলতি বছর তিনি এই বাগান থেকে পেয়ারা বিক্রি করেছেন প্রায় ৫ লাখ টাকার এবং মাল্টা বিক্রি করেছেন প্রায় ৩ লাখ টাকার। সেই সাথে লক্ষাধিক টাকার কুল বরই বিক্রি করেছেন তিনি। সব মিলে এ বছর তিনি প্রায় ৯ লাখ টাকার পেয়ারা, মাল্টা ও কুল বরই বিক্রি করেছেন। 
   সরেজমিনে জাকির হোসেনের মিশ্র ফলের বাগানে গিয়ে দেখা যায়, বাগানের মধ্যে থোকায় থোকায় সবুজ পাতার মধ্যে ধরে আছে অসংখ্য মাল্টা ও পেয়ারা। পোকা-মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে পেয়ারাগুলো। নিজেই বাগান পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন তিনি। সাথে রয়েছে আরও কয়েকজন কর্মচারী। 
  জাকির হোসেন বলেন, যত দিন গড়াচ্ছে বাগান থেকে আয়ও তত বাড়ছে। মাল্টা, পেয়ারা ও বরই’র অনেক চাহিদা রয়েছে। আশা করছি আগামী বছর বাগান থেকে আরও বেশী আয় হবে। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় তিনি কিছুটা শঙ্কিত। এভাবে দাম বাড়তে থাকলে ফল বাগানের মালিকরা ক্ষতিগ্রস্ত হবে।
  বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, কৃষি বিভাগের কাজই হচ্ছে কৃষি খাতকে সম্প্রসারণ করা। কৃষক ও ফল বাগানীদের নানাভাবে সহায়তা করা হয়। তার মতো উদীয়মান ফল বাগানীদের কৃষি বিভাগ থেকে পরামর্শসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com