অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে রাজবাড়ীর উড়াকান্দায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২২-০৯-০৫ ১৪:৫৭:৪৯

image

রাজবাড়ী শহর রক্ষা বেড়ী বাঁধ, স্কুল, মাদ্রাসা, কৃষি জমি ও ঘর-বাড়ী রক্ষার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে গতকাল ৫ই সেপ্টেম্বর সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় বেড়ী বাঁধ সড়কের পাশে মানববন্ধন পালন করা হয়। বরাট ইউনিয়নবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, সাবেক চেয়ারম্যান মেছের আলী খান, ইউপি সদস্য ইউনুছ শেখ, আশরাফ আলী, সেলিম শেখ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাদের মুন্সি, ডাঃ ইকবাল, মন্টু মন্ডল, সামছুল হক প্রমুখ বক্তব্য রাখেন  -মাতৃকণ্ঠ। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com