পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে গতকাল ৫ই সেপ্টেম্বর পাংশা উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঝুকিপূর্ণ মেডিকেল বর্জ্য সরাসরি ফেলে পরিবেশ দূষণের দায়ে পাংশার ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সংশ্লিষ্ট আইনে মোট ৫০ হাজার টাকা জরিমানাসহ তাদেরকে পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা প্রদান করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com