দীর্ঘদিন পর যুব মহিলা লীগের রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ ৮ই সেপ্টেম্বর বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সম্মেলন উদ্বোধন করবেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সেলিনা রহমান, যুগ্ম-সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক নাজমা আক্তার রতœা, কার্যনির্বাহী সদস্য ফারহানা ফেরদৌসী, শাহানা ইসলাম সান্তনা, হেলেনা হক, জেসমিন আক্তার জোনাকী এবং ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি বিলকিস পারভীন। সভাপতিত্ব করবেন জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com